জর্জিয়ার এশিয় আমেরিকানদের সংখ্যা অন্য সব জনগোষ্ঠীর তুলনায় সবচাইতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিশু, বয়স্ক, যৌথ পরিবারের সদস্যদের সংখ্যার নিরিখে এশিয় আমেরিকানরা এখনই জর্জিয়াতে বৃহত্তম জনগোষ্ঠী।
এশিয় আমেরিকান প্রগতিশীল বিচার ব্যবস্থা (Asian Americans Advancing Justice – Atlanta, AAAJ-Atlanta), এবং প্যান এশিয়ান সমাজ সেবা কেন্দ্র (Center for Pan Asian Community Services, Inc., CPACS) পরিকল্পনা ও রূপায়ন করেছে করেছ জর্জিয়া এশিয়-আমেরিকান-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ বংশোদ্ভুতদের সম্পূর্ন জনগণনা (Georgia AAPI (Asian American and Pacific Islanders) Census Complete Count, CCC)।
এই গণনায় বিভিন্ন এশিয় ও আমেরিকান জনগোষ্ঠীগুলির প্রতিনিধিরা একটি সাধারন মঞ্চ থেকে আরব, মুসলিম, মধ্য প্রাচ্য ও দক্ষিণ এশিয়া (Arab, Middle Eastern, Muslim and South Asian, AMEMSA) থেকে আসা বাসিন্দাদের মধ্যে জনগণনা বিষয়ে প্রচার ও সচেতনতা প্রসারের কাজ করবেন।
সিসিসি-র প্রাথমিক লক্ষ্য হবে ২০২০ সালের আমেরিকান জনগণনায় মোট AAPIএর সঠিক সংখ্যা গণনা করার জন্য যে উদ্যোগ গুলি চলছে, তাদের মধ্য সমন্বয় সাধন করা। সেই সমন্বয় সাধনের জন্যে একটি সাধারন মঞ্চ তৈরী, এবং, এই লক্ষ্যে নির্ধারিত অর্থ দিয়ে একটি বন্টনমূলক তহবিল তৈরী করা সিসিসি-র লক্ষ্য হিসেবে থাকবে।
আগামী দশ বছরে প্রতি বছর রাজ্য ও স্থানীয় সরকারগুলিকে প্রতি বছর ৬৭৫ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করতে হবে, এবং তার জন্যে সঠিক জনসংখ্যার তথ্য থাকা একান্ত প্রয়োজনীয় এবং আবশ্যিক। এই তহবিলে থাকবে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি, সড়ক পরিকল্পনা ও নির্মান, এবং শিক্ষা খাতে খরচের হিসেব। জনসংখ্যার সঠিক তথ্যের অপরিসীম গুরুত্ত্ব আছে ব্যবসা, অলাভজনক উদ্যোগ ও আরো নানান ক্ষেত্রে, তার কারন বিভিন্ন উন্নয়নমূলক তহবিলে দান করার সময় সম্প্রদায়ভিত্তিক বিনিয়োগ ও উন্নয়নের খরচ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য উন্নয়নকামী ব্যাক্তি ও প্রতিষ্ঠানগুলি এইসব তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন।
শুধু তাই নয়, জনগণনায় অংশগ্রহণ বাধ্যতামূলকও বটে, কারন এই তথ্য মার্কিন সাংবিধানিক প্রতিনিধিদের আসন সংখ্যার ন্যায্য বন্টনের জন্য এবং স্থানীয়, রাজ্য ও রাষ্ট্র ও জাতীয় ক্ষেত্রে ডিস্ট্রিক্ট পুণঃনির্ধারনের জন্যেও ব্যাবহার হয়।
তাই, জর্জিয়ার এশিয় আমেরিকানদের সঠিক সংখ্যা ও তথ্য আমাদের সম্প্রদায় তথা গোষ্ঠীগুলির উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে একান্ত ভাবেই প্রয়োজন।
আপনি ও আপনার পরিবার ২০২০ সালের জনগণনায় অনলাইনে, ফোনের মাধ্যমে বা ২০২০ সালের মার্চ মাস থেকে শুরু হতে চলা জরিপের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন।
প্রশ্ন?
*Sukanya Kar Bhowmik – (404) 437-7767 – program-assistant@riwn.org